নরসিংদী প্রতিবেদক: নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দশনায় ৭ এপ্রিল বুধবার ২০২১ নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার ও নরসিংদী সদর এসিল্যান্ড মোঃ শাহ্ আলমের ত্বত্তবধানে সচেতনতামূলক এ কার্যক্রমটি নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা, সাহেপ্রতাপ, চৌয়ালা, সাটিরপাড়া, হোসেন বাজার পর্যন্ত পরিচালিত হয়।
উল্লেখিত পয়েন্ট সমূহে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য রাখেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম সারোয়ার রাব্বি,ড. মশিউর রহমান মৃধা, পাঁচদোনা ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ, মেহেরপাড়ার চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, খোঁজ খবর পত্রিকার সম্পাদক মঞ্জিলে মিল্লাত, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিডি টাইপ পত্রিকা আগামী প্রজন্মের মিডিয়া
এ কর্মসূচি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের সদস্য বৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, আনসার, ভিডিপি সদস্যবৃন্দ, অনির্বাণ ও স্বপ্নডানার সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।
অপরদিকে ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি প্রতিপালন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, নির্ধারিত উন্মুক্ত স্থানে বাজার স্থানান্তরের বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গল ও বুধবার নরসিংদী সদর কালিবাজার, ভেলানগর ও ব্রাম্মনদী নয়াবাজারসহ বিভিন্ন পয়েন্ট সমূহে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য রাখেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ খান, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা নরসিংদী মডেল থানা বাবু বিপ্লব কুমার দত্ত চৌধুরী, ড. মশিউর রহমান মৃধা, প্রেসক্লাবের সভাপতি বাবু মাখন দাস, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব বাবু দীপক কুমার সাহা, রোটারিয়ান রাসেল বিন হাসনাত, খোঁজ খবর পত্রিকার সম্পাদক মঞ্জিলে মিল্লাত, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কোভিড-১৯ প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন