ইরানের অভ্যন্তরীণ রুটের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টা করে সন্ত্রাসীরা। তবে ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
শুক্রবার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরান এয়ারের একটি ফকার ১০০ যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের উদ্দেশে উড্ডয়ন করে।
বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হলে এটি পথিমধ্যে ইস্পাহান বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় বিমানের নিরাপত্তার দায়িত্ব থাকা আইআরজিসি’র সেনারা ছিনতাইয়ের চেষ্টা করার জন্য এক ব্যক্তিকে আটক করে।
বিবৃতিতে বলা হয়, ছিনতাইয়ের প্রচেষ্টাকারী ব্যক্তি বিমানটিকে পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত কোনো আরব দেশে নিয়ে যেতে চেয়েছিল।
আইআরজিসি আরো বলেছে, বিমানটির সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদেরকে বিকল্প বিমানে গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে। বিমান ছিনতাইয়ের চেষ্টার কারণ অনুসন্ধানের জন্য ব্যাপক তদন্ত শুরু করেছে দেশটি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন