কঙ্গোতে জাতিসংঘের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
আস সোমবার (২২ ফেব্রুয়ারি) কঙ্গোর স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় দেশটির পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে এ ঘটনা ঘটে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিহত রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও ও সেনা জাতিসংঘ মিশন মনুস্কোর একটি গাড়ির বহরে ভ্রমণ করছিলেন। এ সময় সন্ত্রাসীরা গুলি চালালে রাষ্ট্রদূত ও তার সঙ্গে থাকা সামরিক পুলিশের মৃত্যু হয়।
সিএনএন বলছে, তাৎক্ষণিকভাবে হামলায় কারা জড়িত তা সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কেউ এই হামলার দায়ও স্বীকার করেনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন