ভূমধ্যসাগরে ইরানের একটি জাহাজে হামলা হয়েছে। জলদস্যুদের আক্রমণে কার্গো জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তেহরান। শাহরে কর্দ নামের জাহাজটি ইউরোপের পথে যাত্রা করে। কন্টেইনারবাহী জাহাজটিতে জলদস্যুরা হামলা চালানোর পর বিস্ফোরণ হয়।
তেহরানের দাবি, এটি সাধারণ জলদস্যুদের আক্রমণ নয়, বরং ইচ্ছাকৃতভাবে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে ইরানি জাহাজটিতে হামলা চালানো হয়েছে। সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ঘটনার তদন্ত সাপেক্ষে অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুই সপ্তাহ আগে ওমান উপসাগরে ইসরায়েলি একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এবার ইরানি জাহাজে হামলা হলো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন