শিক্ষকের প্ররোচণায় দুই মাদ্রাসা ছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে

শিক্ষকের প্ররোচণায় দুই মাদ্রাসা ছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে

কুষ্টিয়ার জুগিয়া ইবনে মাসুদ মাদ্রাসার দুই শিক্ষকের প্ররোচণায় মাদ্রাসার দুই ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাংচুর করে। রোববার কুষ্টিয়া পুলিশ তাদের গ্রেফতার করলে তারা স্বীকার করে। সিসি টিভির ফুটেজ দেখে ছাত্রদের সানাক্ত করে পুলিশ। এরপর ২ ছাত্রকে গ্রেফতার করলে তারা শিক্ষকদের নাম বলে। ছাত্রদের স্বীকারোক্তি অনুযায়ী ওই দুই শিক্ষককে গ্রেফতার করা হয়।

শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে জুগিয়া থেকে তিন কিলোমিটার রাস্তা হেটে এসে ওই দুই ছাত্র শহরের ৫ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে গ্রেফতারকৃতরা হলেন,জুগিয়া পশ্চিমপাড়া মাদ্রাসার ছাত্র মিরপুর উপজেলার সিংপুর মৃধাপাড়ার সমশের মৃধার ছেলে আবু বক্কও মিঠুন (১৯) দৌলতপুর উপজেলার ফিলিপনগর গোলাবাড়িয়া গ্রামের সামসুল আলমের পুত্র সুবজ ইসলাম (২০) মাদ্রাসার শিক্ষক মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের পুত্র মোঃ আলামিন (২৭) পাবনা জেলার আমিনপুর থানা বামন্দী গ্রামের আজিজুল মন্ডলের পুত্র ইউসুফ আলী (২৬)। খুলনা রেঞ্জের ডিআইজি ড. মোঃ মহিদ উদ্দিন জানান,শিক্ষকদের প্ররোচণায় এই ঘটনা ছাত্ররা ঘটিয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার চেতনার ওপর আঘাত। অসম্প্রদায়িক বাংলাদেশের ওপর আঘাত। এর পেছনে যে শক্তি থাকুক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়া। আওয়ামী লীগ যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল মিছিল সমাবেশ করেছে। কুষ্টিয়ায় বিশেষ আইন শৃংঙ্খলার সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ মৌলবাদী যে কোন ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভাস্কর্য ভাঙার ব্যাপারে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের চিহ্নিত করা গেছে : কুষ্টিয়ায় অতিরিক্ত ডিআইজিকুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম রাহাত। শনিবার রাত সাড়ে ১১ টায় সাংবাদিকদের বিষয়টি তিনি নিশ্চিত করেন। তিনি বলেন, খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে কুষ্টিয়া পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় ডিআইজি নাহিদুল ইসলাম রাহাত স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password