পাবনায় এক ভিক্ষুকের ছুরিকাঘাতে আল্লাদী (৪৬) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ মে) দুপুরে পাবনা শহরের দিলালপুরে এ ঘটনা ঘটে। নিহত আল্লাদী খাতুন সুজানগর উপজেলার চরমানিকদিয়ার গ্রামের শুকুর খন্দকার এর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ভিক্ষুক আসমা খাতুন জানান, প্রতিদিনের মতো কয়েকজন ভিক্ষুক বড় বাজার এলাকাসহ আশপাশ মহল্লায় ভিক্ষা ও জাকাতের কাপড় সংগ্রহের জন্য দিলালপুর মহল্লার বড়বাজার সংলগ্ন পানির ট্যাংকির নিচে অবস্থান নেন।
এ সময় ভিক্ষুক শিল্পীর মা আল্লাদীর (৪৫) সঙ্গে আরেক নারী ভিক্ষুকের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ২ জনের মধ্যে চুল ধরে টানাটানি শুরু হয়। এ সময় পাশে থাকা লুঙ্গি ও পাঞ্জাবি পরিহিত এক মধ্যবয়সী পুরুষ এসে নারী ভিক্ষুক আল্লাদীকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন আল্লাদী , আর আহত হন তার মেয়ে শিল্পী। ওই সময় অন্য ভিক্ষুকরা ধাওয়া করলে বাবুল পালিয়ে যান।
পরে আল্লাদীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার (ওসি) নাসিম আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন