নবীনদের কাছে চমকপ্রদ, প্রবীনদের কাছে স্মৃতি

নবীনদের কাছে চমকপ্রদ, প্রবীনদের কাছে স্মৃতি

সভ্যতার বিবর্তনে আধুনিক কৃষি সংরক্ষণ পদ্ধতি আবিষ্কার হয়েছে, যা নবীনদের কাছে চমকপ্রদ এবং প্রবীনদের কাছে স্মৃতি। ঢাকার দোহার, কেরানিগন্জ, শ্রীনগর এলাকায় প্রসার ঘটেছে টেক্সটাইল ও স্পিনিং মিলের পরিত্যক্ত প্লাস্টিক জাতীয় ওয়ান টাইম বেল্টের গৃহস্থালি সামগ্রীর।বাঁশ-বেত দিয়ে তৈরি গৃহস্থালি সামগ্রীর পাশাপাশি প্লাস্টিকের বেল্টের কাজও চলছে।

মোটকথা, মুলি বাঁশ দিয়ে তৈরি গৃহস্থালির স্থান দখল করেছে পরিত্যক্ত প্লাস্টিক বেল্ট দিয়ে তৈরি সামগ্রী। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মানুষের চাহিদেরও পরিবর্তন হয়েছে। বাঁশের তৈরি গৃহস্থালির সামগ্রিক সামগ্রী হারিয়ে যাচ্ছে। স্থান দখল করেছে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরির সমগ্রী।

যেমন ডোল, টুকরি, টাপা, জমির বেড়া, ছাদের সিলিং সহ বিভিন্ন সামগ্রিক তৈরি হচ্ছে প্লাস্টিক বেল্ট দিয়ে। প্লাস্টিকের তৈরি হলেও দেখতে বাঁশ ও বেতের তৈরি মনে হয় এ পণ্যটি।

দোহারের নাগের কান্দা অবস্থিত ব্যবসায়িক সজিব জানায়, প্লাস্টিকের তৈরি সামগ্রী মুলি বাঁশের চয়ে ২৩ গুন বেশি। ক্রেতারা দামের ক্ষেত্রে ভ্রুক্ষেপ না করে প্লাস্টিকের তৈরি সামগ্রীর দিকে ঝুকছে। কেননা এটা টেকসই ও দীর্ঘস্থায়ী। সজীব জানায় সে রঙ বে-রঙের প্লাস্টিক সিট কিনে এনে ডোল মোড়া. টুকরি, বেড়া সহ বিভিন্ন সামগ্রী তৈরি করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password