শিবপুরে জমি সংক্রান্ত জেড়ে নির্মাণাধীন দোকানের দেয়াল ভাংচুরের অভিযোগ

শিবপুরে জমি সংক্রান্ত জেড়ে নির্মাণাধীন দোকানের দেয়াল ভাংচুরের অভিযোগ
MostPlay

শিবপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নির্মাণাধীন দোকান ঘরের দেয়াল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বাজারে মনিরুজ্জামান রানার নির্মাণাধীন মার্কেটে এই ভাংচুরে ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কামরাব গ্রামের মৃত আবদুর রউফের ছেলে মনিরুজ্জামান রানা কামরাব বাজারে পৈতৃক সূত্রে পাওয়া ১৮ শতাংশ জমিতে ১৭টি দোকান ঘর নির্মাণ করছেন। এরমধ্যে সামনের দিকের ৩টি দোকান ঘর ভাংচুর অবস্থায় দেয়ালের ইট ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। 

মনিরুজ্জামান রানা জানান, আমার সাথে একই এলাকার মৃত আবদুর রহিমের ছেলে শাহজাহান, গোলাপ ও তাদের ভাগিনা রিটন ও সুজনের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত রবিবার বিকালে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামরাব বাজারে আমার নির্মাণাধীন দোকান ঘর নির্মাণ কাজে বাধা প্রদান করে আমাকে প্রাণনাশের হুমকি দেয় তারা। পরের দিন সোমবার সকালে গিয়ে নির্মাণাধীন ৩টি দোকানের দেয়াল ভাংচুর অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানাই। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে আগের দিন যারা বাধা প্রদান করে হুমকি দিয়েছে তারাই এসব ভাংচুর করেছে বলে থানায় অভিযোগ দিবেন বলে জানান মনিরুজ্জামান রানা। 

এদিকে অভিযুক্ত রিটন মিয়া ও তার স্বজনরা ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, আগের দিন কামরাব বাজারে আমাদের নির্মাণ করা ঘর ভাংচুর করে মনিরুজ্জামান রানা ও তার সহযোগীরা। এবিষয়ে রানার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছি। নিজের অপরাধ আড়াল করতে নিজেই নিজের দোকান ঘর ভাংচুর করে আমাদের উপর দোষ দিচ্ছেন।

এবিষয়ে জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, আগে থেকেই দু'পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিলো। বেশ কয়েকবার মিমাংসার জন্য চেষ্টা করা হয়েছে। গতকাল কামরাব বাজারে দুই পক্ষেরই নির্মানাধীন দোকান ঘর ভাংচুরের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password