আফগানিস্থানের পর এবার ইরাক থেকেও মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা

আফগানিস্থানের পর এবার ইরাক থেকেও মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা
MostPlay

আফগানিস্তানের পর এবার ইরাক থেকেও মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৩১ জানুয়ারি ২০২২ এর মধ্যে ইরাক থেকে সকল মার্কিন সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেশটির। ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কৌশলগত আলোচনার মাধ্যমে এই তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সুত্র আল-জাজিরা সংবাদ। জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার ১০ সেপ্টেম্বর ২০২১ ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র তাহসিন আল খাফাজি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেছেন, ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে এরই মধ্যে বিপুলসংখ্যক মার্কিন সেনা ইরাক ছাড়তে শুরু করেছে বলে জানানো হয়েছে। তাহসিন আল খাফাজি আরও বলেছেন, আইন আল আসাদ ঘাঁটির একাংশ এবং আল হারির ঘাঁটি ছাড়া আর কোথাও মার্কিন সেনা সদস্যদের উপস্থিতি নেই বলে জানানো হয়। জানা গেছে, আইন আল আসাদ ঘাঁটির কমান্ডিংয়ের দায়িত্বও এখন ইরাকি সেনাবাহিনীর হাতে রয়েছে। এছাড়া বলেন আল হারির ঘাঁটির একটা বড় অংশই নিয়ন্ত্রণ করছে কুর্দিস্তানের পিশমার্গা বাহিনী।

গত ২০০৩ সাল থেকে ইরাকে দখলদার মার্কিন সেনারা অবস্থান কর আসছে। তবে বলা হয় ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সাধারণত মার্কিন সেনাদের উপস্থিতির বিরুদ্ধে। এর আগেও ইরাকের সংসদও মার্কিন সেনা সদস্যদের প্রত্যাহার করার আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করে। সুত্রঃ আল-জাজিরার

মন্তব্যসমূহ (০)


Lost Password