দিল্লিতে এক সপ্তাহের কারফিউ জারির ঘোষণা

দিল্লিতে এক সপ্তাহের কারফিউ জারির ঘোষণা

ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে রাজধানীর দৈনিক সংক্রমণের হার। আর এজন্যই সোমবার ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সাতদিন রাজধানী দিল্লিতে সম্পূর্ণভাবে কারফিউ জারির ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিশ্চিত করেছেন তিনি।

ভারতের অন্যান্য শহরের সাথে রাজধানী দিল্লিতেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ভেঙে ফেলছে অতীতের সব রেকর্ড। প্রতিদিনই হু-হু করে বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। যার ফলে ফের নতুন করে বিপর্যয় এড়াতে কারফিউ এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৫ এপ্রিল জারি করা করোনার নতুন গাইডলাইন অনুযায়ী, অডিটোরিয়াম, শপিংমল, জিম এবং স্পা পুরোপুরি বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল ৷ তবে ফের নতুন কোনও কভিড বিষয়ক কোন বিধি নিষেধ জারি হবে কিনা সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় ফের এক নতুন রেকর্ড গড়েছে রাজধানী দিল্লির সংক্রমণ। এই সময়ের মধ্যে দিল্লিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৬২। প্রতি ঘন্টায় সংক্রমিত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টার মধ্যে একদিকে যেমন ২৫ হাজার ৪৬২ জন মানুষ সংক্রামিত হয়েছে, তেমনই এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৬১ জনের। কভিড পরিস্থিতি নিয়ে আবার আজকে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

অপরদিকে দেশের নানা প্রান্ত থেকে অক্সিজেন ঘাটতির খবর আসছে। কেন্দ্র সরকার নয়টি নির্দিষ্ট শিল্প বাদ দিয়ে অন্যান্য সমস্ত শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ নিষিদ্ধ করেছে। ২২ শে এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password