কাবুল থেকে মোট আশি হাজার নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে

কাবুল থেকে মোট আশি হাজার নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে
MostPlay

এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ২১ হাজার লোক সরিয়ে নেওয়া হয়েছে। প্রতি ৩৯ মিনিটে একটি করে ফ্লাইট আফগানিস্হান ত্যাগ করছে। গত ১৪ ই আগস্টে আফগানিস্তানে ক্ষমতা পালাবদলের পর থেকে সাধারণ জনগণের আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়ে। পশ্চিমারাও তাদের মিত্র এবং সাধারণ আফগানি নাগরিকদের পরিস্থিতির হাতে ছেড়ে না দিয়ে প্রতিদিনই বিভিন্ন এয়ারক্রাফট ভর্তি করে নিরাপদ গন্তব্যে পাড়ি জমাচ্ছে। তবে এখনো লক্ষাধিক মানুষ কাবুল এয়ারপোর্টের আশেপাশে অধীর আগ্রহে ফ্লাইট ধরার জন্যে অপক্ষারত আছেন।

আগামী ৩১ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলের মধ্যে হওয়া ইভাকুয়েশন ফ্লাইট চুক্তির ডেডলাইন শেষ হবে। এরই মধ্যে পশ্চিমারা পূর্বের তুলনায় আরো ফ্লাইট বাড়িয়ে লোকজন সরানোর কাজ করে যাচ্ছে। একাজে তারা মিলিটারী এয়ারক্রাফটের পাশাপাশি কমার্শিয়াল এয়ারক্রাফটও ব্যবহার করছে। এরইমধ্যে দ্রব্যমূল্যের চরম দাম বৃদ্ধি পেয়েছে কাবুলে। বর্তমানে কাবুলে ১ লিটার পানি বিক্রি হচ্ছে প্রায় ৪০ ডলার এবং ভাত বিক্রি হচ্ছে ১০০ ডলারে যা বাংলাদেশী টাকায় ৩ হাজার এবং ৮ হাজার টাকা। উল্লেখ্য আফগানিস্তান থেকে লোকজন সরানোর এই মিশন ইতোমধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং জটিল ইভাকুয়েশন মিশন হিসেবে গণ্য করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password