শেরপুরে চুরির অপবাদে এক কিশোরের আত্মহত্যা

শেরপুরে  চুরির অপবাদে এক কিশোরের  আত্মহত্যা
MostPlay

শেরপুর ঝিনাইগাতীত উপজেলায় চুরির অপবাদে সজিব (১৩) নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার (৪ আগস্ট)রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে। সজিব ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুরে নিহত সজিবসহ তিন বন্ধু মিলে একই গ্রামের ইস্রাফিলের বাড়ি থেকে তিনটি কবুতর চুরি করে ঝিনাইগাতী বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ইস্রাফিল ও তার স্ত্রী বাড়িতে না থাকায় ইস্রাফিলের বোন লাইলী কবুতর চুরির বিষয় নিয়ে ওই কিশোরদের অভিভাবকের কাছে জানায়।

পরে কিশোর মা নিজেই ঝিনাইগাতী বাজারে গিয়ে সজিব, ছামু ও হেদাকে চুরিকৃত তিনটি কবুরতসহ তাদেরকে বাজার থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে তিনটি কবুতর ইস্রাফিলের বোনকে বুঝিয়ে দেয়। এ সময় লাইলী কিশোরদের চোর অপবাদ দিয়ে গালমন্দ করে।

এমতাবস্থায় কিশোর সজিব বাড়িতে ফিরলে তার মা নাজমা বেগমও ছেলেকে বকাঝকা করে। ওই ঘটনায় মর্মাহত হয় সজিব। পরে রাতে অভিমান করে বসতঘরে ফাঁস দেয় সে। এ সময় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানায় (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত সংগ্রহ করেন। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password