গণমাধ্যম নিয়ে তিনটি শর্তকে তুলে ধরেন তালেবান মূখপাত্র

গণমাধ্যম নিয়ে তিনটি শর্তকে তুলে ধরেন তালেবান মূখপাত্র
MostPlay

আমরা জানি কয়েকদিন ধরে তালেবান ও আফগানিস্তান নিয়ে সারাবিশ্বে বেশ তোলপাড় চলছে । সবার দৃষ্টি ও মনোযোগ তালেবান ও আফগানিস্তান নিয়ে । কি হচ্ছে, কি হতে চলছে, কি হতে পারে এসব কিছু নিয়েই জল্পনা কল্পনা চলছে ।

বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের বিষয় মাথায় রেখেই   তালেবানদের সদ্য দখলকৃত আফগানিস্তানে  ভবিষ্যৎ তাদের তালেবান শাসনের রুপরেখা বা  প্রকৃতি সম্পর্কে জানাতে তালেবান সংগঠনটির প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গত মঙ্গলবার (১৭ আগস্ট ২০২১) কাবুলে প্রথম সংবাদ সম্মেলন করেন।

যিনি অনেক বছর যাবৎ  অজ্ঞাত  জায়গা থেকে  তালেবানের আত্মঘাতী বোমা হামলাসহ বিভিন্ন হামলার দায়ভার শুধুমাত্র টেলিফোনে স্বীকার করতেন ও ঘোষনা দিতেন, সেই নেতা প্রথমবারের মতো কাবুলে গণমাধ্যমের সামনে শারীরিকভাবে উপস্থিত হয়ে গণমাধ্যমকে বিভিন্ন প্রশ্ন উত্তর দেন অতি সচেতনতার সাথে ।

সেদিন গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে  এক প্রশ্নের উত্তরে জাবিউল্লাহ মুজাহিদ তিনটি শর্তের কথা বলেছেন বলে বিভিন্ন গনমাধ্যমে প্রচার করেছেন । আমি সেটিই আবার তুলে ধরছি । 

১) গণমাধ্যমের স্বাধীনতা ইসলামি মূল্যবোধের কোন লঙ্ঘন করবেনা ।

২) গণমাধ্যম নিরপেক্ষ হওয়া উচিত- তালেবান বিলোধী নয় সেটার ইঙ্গিত নাকিিউনি দিয়েছেন

৩)  গণমাধ্যমের স্বাধীনতা জাতীয় ঐতিয্যকে কোন অপমান করবেনা । 

গণমাধ্যম নিয়ে এই তিনটি বিষয়কে ও শর্তকে তুলে ধরেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার ও প্রচারণা হয় ।


মন্তব্যসমূহ (০)


Lost Password