হত্যা করে নিজের মাকে খাওয়ার দায়ে স্প্যানিশ নাগরিককে কারাদণ্ড

হত্যা করে নিজের মাকে খাওয়ার  দায়ে স্প্যানিশ নাগরিককে কারাদণ্ড
MostPlay

হত্যা করে নিজের মাকে খাওয়ার দায়ে স্প্যানিশ নাগরিককে কারাদণ্ড এক স্প্যানিশ নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিজের মাকে হত্যা করে তার দেহাবশেষ খেয়ে ফেলায় এই কারাদন্ড দেওয়া হয়।

২০১৯ সালে আলবার্টো স্যানচেজ গোমেজকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু প্লাস্টিকের কন্টেনারে তার মায়ের দেহের বিভিন্ন অংশ পাওয়া গিয়েছিল। হত্যার সময় আলবার্টো মানসিক রোগে ভুগছিলেন বলে যে যুক্তি প্রদর্শন করা হলে, তা প্রত্যাখ্যান করেন আদালত।

এখন হত্যাকাণ্ডের দায়ে তাকে ১৫ বছর ও মরদেহ অপবিত্র করায় তাকে আরও পাঁচ মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানা যায়। এছাড়া তার ভাইকে ৭৩ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতেও আদালত তাকে নির্দেশ দিয়েছে। মারিয়া সোলেদাদা গোমেজকে নিয়ে তার এক বন্ধু উদ্বেগ প্রকাশের পর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পূর্ব মাদ্রিদের একটি বাড়িতে পুলিশ আসে। তখন মারিয়ার বয়স ছিল ষাটের কোটায়।

আর খুনি সন্তান আলবার্টোর বয়স ছিল তখন ২৬ বছর। মায়ের সঙ্গে তর্কবিতর্কের এক পর্যায়ে সে তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে । এরপর সে শরীর ছিন্নবিচ্ছিন্ন করে পরবর্তী দুসপ্তাহে তার শরীরের বিভিন্ন অংশ ভক্ষণ করে। তার কুকুরকেও কিছু অংশ খাইয়েছে। এর আগেও মায়ের সঙ্গে সহিংস আচরণ করেছিল আলবার্টো। এ নিয়ে পুলিশের কাছে রিপোর্টও করা হয়েছিল

মন্তব্যসমূহ (০)


Lost Password