সিলেটে ডিবি পুলিশের অভিযানে বিপুল ভারতীয় বিড়ি উদ্ধার, পিকআপ ভ্যান জব্দ

সিলেটে ডিবি পুলিশের অভিযানে বিপুল ভারতীয় বিড়ি উদ্ধার, পিকআপ ভ্যান জব্দ
MostPlay

অদ্য ২৬/০৮/২০১১খ্রিঃ সকালে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব মোঃ শাহিন মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মহানগর গোয়েন্দা বিভাগের টহলরত টিম গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন কামাল বাজার ইউনিয়নস্থ নভাগ গ্রামের হাজী আরব আলী সাহেবের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ১,২৭,৫০০ (একলক্ষ সাতাশ হাজার পাঁচশত) শলাকা ভারতীয় তৈরী সেখ নাসিরুদ্দিন বিড়ি সহ উক্ত বিড়ি পরিবহনকাজে ব্যবহৃত সিলেট মেট্রো ন ১১-১৫৫২ রেজিষ্ট্রেশনের একটি পিকআপ ভ্যান উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ডিবি পুলিশের অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে গাড়ীতে থাকা অজ্ঞাতনামা ০২ (দুই) জন চোরাকারবারীরা সিলেট মেট্রো ন ১১-১৫৫২ রেজিষ্ট্রেশনের পিকআপ ভ্যানটি ঘটনাস্থল হাজী আরব আলী সাহেবের বাড়ীর সামনে ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত চোরাকারবারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।

প্রাথমিকভাবে জানা যায় যে, অজ্ঞাতনামা চোরাকারবারীরা সিলেট গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা হতে অন্যান্য চোরাকারবারীদের সহায়তায় উক্ত বিড়ি বিক্রয়ের উদ্দেশ্যে সিলেট ঘটনাস্থল এলাকায় নিয়ে আসে। উদ্ধারকৃত ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ির আনুমানিক মূল্য ১,২৭,৫০০ (একলক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা। উক্ত ঘটনায় অজ্ঞাতনামা চোরাকারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password