খুলনার চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মুদি ব্যবসায়ী নিহত

খুলনার চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মুদি ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে জেলা শহরের রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল লতিফ আরিফ সদর উপজেলার রেলপাড়ার মৃত গোলাম নবী মল্লিকের ছেলে। 

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনমাস্টার একেএম ইউসুফ পলাশ জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় মুদি ব্যবসায়ী আবদুল লতিফ (৫২) রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনটি আবদুল লতিফকে ধাক্কা দেয়। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ। 

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের এসআই নরেশচন্দ্র দাস জানান, ঘটনাস্থল থেকে নিহত আবদুল লতিফের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password