লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ৫০০ টাকা করে জরিমানা

লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ৫০০ টাকা করে জরিমানা

মাস্ক না পরায় লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ পথচারীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ৫০০ মাস্ক বিতরণ করা হয়।

রোববার (১৪ মার্চ) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ৫০০ টাকা করে ১০ জনের পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। ঘর থেকে বের হলেই সবাইকে মাস্ক পরতে হবে। এ আইন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরে ৭ ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত ৩৯ হাজার ৫২৮ জনকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এ জেলায় দুই হাজার ৩৪১ জন আক্রান্ত রোগীর মধ্যে দুই হাজার ২৯১ জন সুস্থ হয়েছেন। ৪১ জন রোগী মারা গেছেন।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password