কুষ্টিয়াই বিদ্যুতের আগুনে এক কৃষকের খামারের পাঁচটি গরু, ১৫টি ছাগল ও দুই শতাধিক হাঁস মুরগি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওই উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক রেজাউল আলী ওই গ্রামের আক্কাস শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে তারা রেজাউল আলীর বাড়ির পাশে আগুন জ্বলতে দেখেন। ছুটে এসে দেখতে পান তার খামারে আগুন জ্বলছে।
পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই খাবারের পাঁচটি গরু, ১৫টি ছাগল ও ২ শতাধিক হাঁস-মুরগি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। ভুক্তভোগী কৃষক রেজাউল আলী বলেন, কৃষিকাজের পাশাপাশি বাড়তি আয়ের জন্য গরু ছাগল ও হাঁস মুরগির মিশ্র খামার গড়ে তুলেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেছে। এখন আমি নিঃস্ব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন