ইভ্যালির বিরুদ্ধে মামলা করলেন সিরাজগঞ্জের এক গ্রাহক

ইভ্যালির বিরুদ্ধে মামলা করলেন সিরাজগঞ্জের এক গ্রাহক
MostPlay

আজ ২৫ আগস্ট, বুধবার সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার আদালতে এ মামলাটি (মামলা নং-২৬/২০২১) করেন গ্রাহক। প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগ করে মামলাটি করা হয়েছে ইভ্যালির বিরুদ্ধে। মামলায় আসামী করা হয়েছে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে। আদালত বাদী মো. রাজের জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র বিবেচনা করে মামলাটি আমলে নিয়েছেন। এই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জ শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য চলতি বছর মে মাসের ৪ তারিখ মো. রাজ নামের একজন গ্রাহক ইভ্যালি থেকে আকর্ষণীয় অফারে আয়রন মেশিন, পেনড্রাইভ, একটি টেলিভিশন ও আরও দুইটি পণ্য অর্ডার করেন। ইভ্যালির নীতিমালায় পণ্য অর্ডারের ৭ থেকে ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা বলা থাকলেও তিন মাসের অধিক সময় পার হওয়ায় গ্রাহক নির্দিষ্ট সময়ে পণ্য হাতে পাননি। এদেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আর অর্ডারকৃত পণ্যের মুল্য ৫০ হাজার টাকারও বেশি।

মন্তব্যসমূহ (০)


Lost Password