নরসিংদীতে দেখা মিলল ৭ ফুট লম্বা অজগর

নরসিংদীতে দেখা মিলল ৭ ফুট লম্বা অজগর
MostPlay

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে এক মাছ চাষীর পুকুরের পাশের জালে আটকা পড়েছে প্রায় ৭ ফুট লম্বা অজগর। সোমবার ( ২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে এটি আটকা পড়ে বলে নিশ্চিত করেন ৭ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য কামরুল আহসান তুহিন। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আকাব্বর হোসেন নামে স্থানীয় এক মাছচাষীর পুকুরের পাশে হাঁস প্রবেশে বাধা দেয়ার জন্য প্লাস্টিকের জাল দিয়েছিলেন তিনি।

এরমধ্যে দুপুরের দিকে হঠাৎ সেখানে একটি বড় লম্বা সাপ দেখতে পায় স্খানীয় এক ব্যাক্তি। ভয়ে চিৎকার শুরু করলে লোক জড়ো হয়। এক পর্যায়ে মাছ ধরার কোচ দিয়ে আঘাত করে এটাকে বশে আনা হয়। পরবর্তীতে নরসিংদী সদর উপজেলা প্রানী সম্পদ অফিসে যোগাযোগ করলে তারা এসে সাপটিকে উদ্ধার করে। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কামরুল আহসান তুহিন বলেন, এতবড় সাপ আমরা আগে দেখিনি।

লম্বায় ৭ ফুট হবে আনুমানিক। আমিই নিজে উদ্যোগ নিয়ে প্রাণীসম্পদ অফিসে যোগাযোগ করি এবং তাদের কাছে গ্রামবাসী এটি হস্তান্তর করে। তবে কিভাবে, কোথা হতে এটি এখানে এলো তা এখনও বিষ্ময়। সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম বলেন , ইতোমধ্যে আমরা এটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটি অবশ্যই একটি অজগর সাপ। উদ্ধারের পর আমরা এটিকে বন বিভাগের নিকট হস্তান্তর করেছি।

মন্তব্যসমূহ (০)


Lost Password