ফাঁকা রাস্তা পেয়ে গাড়ি চালাচ্ছে ১৩ বছরের শিশু

ফাঁকা রাস্তা পেয়ে গাড়ি চালাচ্ছে ১৩ বছরের শিশু

লকডাউনের মধ্যে রাজপথ ফাঁকা পেয়ে বাবাকে পাশে বসিয়ে গাড়ি চালাচ্ছিল ১৩ বছরের এক কিশোর। কেন রাস্তায় বের হতে হলো মেলেনি এরও কোনও উত্তর। এই অপরাধে ওই কিশোরের বাবাকে জরিমানা করেছে র‌্যাবের মোবাইল কোর্ট। সোমবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে এই দৃশ্য দেখা গেছে।

দুপুর দেড়টার দিক মেরুন রংয়ের একটি প্রাইভেটকার শাহবাগ থেকে সাইন্সল্যাবের দিকে যাচ্ছিলো। গাড়িটি দেখে র‌্যাবের মোবাইল কোর্ট শাহবাগ মোড়ে থামানোর নির্দেশ দেয়। গাড়ির কাছে গিয়ে অবাক হন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। ভেতরে চালকের আসনে বসা এক শিশু। তার পাশেই প্রাপ্ত বয়স্ক এক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সম্পর্কে বাবা-ছেলে। বাসা পরীবাগ এলাকায়। 

লকডাউনের মধ্যে বের হওয়ার কারণ জানতে চাইলে তারা কোনও যৌক্তিক কারণ বলতে পারেননি। শিশুটি কেন গাড়ি চালাচ্ছে জানতে চাইলে তার বাবা বলেন, ‘আমি গাড়ি চালাতে পারি না, তাই ছেলে চালাচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password