বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা দেওয়ার নির্দেশ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে টিকা দেওয়ার নির্দেশ
MostPlay

আগামী ২৭ সেপ্টেম্বরের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার চিন্তা সরকারের। তবে এখনো যারা করোনার ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদেরকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপের সাহায্যে কভিড-ভ্যাকসিনের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবেন।

যাদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নেই, তারা জন্মসনদ এবং নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে  ‍বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর ওয়েবলিংকে গিয়ে যথাযথ তথ্য উপস্থাপনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এর পর অর্থাৎ ২৭ সেপ্টেম্বরের পর যেকোনো দিন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সম্ভব হবে।

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে কভিড-ভ্যাকসিন দেওয়া হবে।  

গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনী এবং ইউজিসির চেয়ারম্যান ড. কাজী শহিদুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্যদের মধ্যে ভার্চুয়াল মিটিং এ এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password