ঈদের দিন করোনাভাইরাসে দুজনের মৃত্যু

ঈদের দিন করোনাভাইরাসে দুজনের মৃত্যু
MostPlay

ঈদের দিনে করোনাভাইরাসে দুজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। মৃত দুজনই পুরুষ। এদের মধ্যে একজনের ঢাকায় এবং অন্যজনের ময়মনসিংহে মৃত্যু হয়।

এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২০০ জনে।

রবিবার (১০ জুলাই) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গতকাল তিনজনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তরটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৮১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জনে।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 

মন্তব্যসমূহ (০)


Lost Password