নাচোলে নির্মাণাধীন বৈদ্যুতিক তারের সাথে ঝুলে দুই শিশুর মৃত্যু

নাচোলে নির্মাণাধীন বৈদ্যুতিক তারের সাথে ঝুলে দুই শিশুর মৃত্যু
MostPlay

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ও কসবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান।

সরেজমিনে গিয়ে জানা যায়, নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটিতে তার ঝুলানোর কাজ চলতে থাকলে সেই বৈদ্যুতিক তার ধরে দুজন শিশু খেলতে থাকে। বিষয়টি নির্মাণাধীন শ্রমিকেরা লক্ষ্য করলে সেই দুই শিশুকে সেখান থেকে সরে যেতে বলে। তারপরও তারা তার ধরে ঝুলতে থাকে।

এ অবস্থায় মেশিনের মাধ্যমে সেই তার যখন বৈদ্যুতিক খুটিতে স্থাপন করা শুরু হয় তখন হঠাৎ করেই ঝুলানো তার উপরের দিকে উঠে যায় এবং তারা ঝুলতে থাকে। অনেক বেশি উপরে উঠে গেলে দুজনেরই তার থেকে হাত ছুটে যায় ও নিচে শক্ত জমিতে আছড়ে পরে। এতে ঘটনাস্থলে মারা যায় কালইর দিঘিপাড়ার মাসুদ রানার ছেলে সজীব (১০) ও একই গ্রামের মিঠুর মেয়ে লামিয়া (৯) হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password