নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে দ্বন্দ-সংঘাত সংবেদনশীল গণতান্ত্রিক সংলাপের সক্ষমতা বৃদ্ধি এবং অধিকার আদায় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্প এর আওতায় ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় গত ২০ থেকে ২২ জুন এবং ১৭ থেকে ১৯ জুলাই ২০২৩ তিন দিন ব্যাপী দ্বন্দ-সংঘাত সংবেদনশীল গণতান্ত্রিক সংলাপের সক্ষমতা বৃদ্ধি এবং অধিকার আদায় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হাটকালুপাড়া, কালিকাপুর, আহসানগঞ্জ, সাহাগোলা, মনিয়ারী ও বিশা এই ৬টি ইউনিয়নের কমিউনিটি সিএসও এর ১৩০ জন সদস্য উক্ত প্রশিক্ষণ গ্রহন করে।

শুরুতেই পরিচয় পর্ব ও প্রশিক্ষণ প্রত্যাশা ও উদ্দেশ্য সম্পর্কিত আলোচনা দিয়েই প্রশিক্ষনের শুভ সুচনা হওয়ার পর থেকেই শান্তি কি? সহিংসতা কী? দ্বন্দ্ব কী? দ্বন্দ্বের কারণসমূহ, সহিংসতা ও দ্বন্দের পার্থক্য, দ্বন্দ থেকে কি ভালো কিছু হতে পারে! দ্বন্দ্ব মোকাবেলার বিভিন্ন ধরন, দ্য অনিয়ন মডেল, বিভাজনকারী ও সংযোগকারী দ্বন্দ্বের রূপান্তর কি ও কিভাবে করা যেতে পারে, অহিংস পদ্ধতিতে দ্বন্দ রূপান্তর, সংবেদনশীলতা ও দ্বন্দ সংবেদনশীলতা, যোগাযোগ কী? যোগাযোগের ধাপসমুহ, কেন যোগাযোগ গুরুত্বপূর্ণ? অহিংস যোগাযোগ কি?, সংলাপ কি? গণতান্ত্রিক সংলাপ কি?, সংলাপ ও বিতর্কের পার্থক্য, গণতান্ত্রিক সংলাপের মূলনীতি, অহিংস ও গণতান্ত্রিক সংলাপ পরিচালনা পদ্ধতি, তথ্য কি? তথ্য অধিকার কি?, তথ্য অধিকার আইন কি এবং কেন, তথ্য অধিকার আইনের উদ্দেশ্য কী তথ্য অধিকার আইনের ফরম পূরণ বিষয়ক আলোচনা,