আগামীকাল আইয়ুব বাচ্চুর অনেক অজানা কথা শোনাবেন তার কন্যা সাফরা

আগামীকাল আইয়ুব বাচ্চুর অনেক অজানা কথা শোনাবেন তার কন্যা সাফরা
MostPlay

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে তিন বছর চলছে রক সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু নেই। তার অবর্তমানে প্রায় থেমে গেছে এলআরবি। এলআরবি থমকে গেলেও তার গানের জনপ্রিয়তা কিন্ত এখনও একটুও কমেনি। আজও তার গান শ্রোতাদের কাছে এখনও অনেক জনপ্রিয়। আইয়ুব বাচ্চু মারা যাবার পর তার গান নিয়ে সরকারের কপিরাইট অফিস তৈরি করেছে একটি ওয়েবসাইট। সঙ্গিতের আইয়ুব বাচ্চুকে আমরা অনেকেই হয়তো খুব ভাল করে জানি তবে এর বাইরেও তার একটা জীবন ছিল। সেই জীবন সম্পর্কে আমরা কতটুকু জানি। এবার আইয়ুব বাচ্চুর প্রফেশনাল ও ব্যক্তিজীবনের অনেক অজানা কথা শোনা যাবে তারই কন্যা সাফরার কাছ থেকে।

সুরকার-সংগীতশিল্পী- সাংবাদিক-সঞ্চালক তানভীর তারেকের উপস্থাপনায় ‘জীবন যেখানে যেমন' অনুষ্ঠানে শনিবার ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩টায় সরাসরি তানভীর তারেকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এ কথোপকথনটি দেখা যাবে। এ আয়োজন প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি আইয়ুব বাচ্চু ব্যক্তিজীবনে আমার এই শহরে অন্যতম আশ্রয়ের নাম। ভালোবাসা আর শ্রদ্ধার অমূল্য এক মানুষ ছিলেন। সেই মানুষটিকে স্মরণে রেখে তার পরিবারের কিছু কথা আমার এ অনুষ্ঠানের মাধ্যমে তার ভক্তরা জানুক। এবি শিষ্য হিসেবে আমার দায়িত্বের ভেতরেও পড়ে। আশা করছি গানপাগল এবি ভক্তদের জন্য আয়োজনটি বিশেষ হবে। সকলকে আমন্ত্রণ'।

অনুষ্ঠানটি প্রসঙ্গে বাচ্চু কন্যা সাফরা বলেন, ‘আমার বাবা সারাবিশ্বের লক্ষ কোটি শ্রোতার মনের ভেতরে বাস করেন। তাদের কৌতূহলকে শ্রদ্ধা জানাতেই পরিবারের পক্ষ থেকে কিছু বিষয় স্পষ্ট করাটা জরুরি বলে মনে করি। আর তানভীর তারেক বাবার খুবই কাছের একজন ছিলেন। তাই তিনি যখন বললেন তার উপস্থাপনায় কিছু কথা বলার জন্য। রাজি হলাম'।

মন্তব্যসমূহ (০)


Lost Password