বাথরুমে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

বাথরুমে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত
MostPlay

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত বাড়ি ঘেরাও করে বাথরুমে ঢুকে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন আলীকে (৩৫) এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বেতগাড়ি লিচুতলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই শামীম হোসেন এ তথ্য দিয়েছেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা হামলার কারণ ও জড়িতদের নাম বলতে পারেননি। তবে স্থানীয়রা বলেছেন, বালু ব্যবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষ কলোনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী রঞ্জন গ্রুপের লোকজন এ হামলা চালিয়েছেন। প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুলের নেতৃত্বে উপশহর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন আলী শাজাহানপুর উপজেলার বেতগাড়ি লিচুতলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি বালু ও মাটির ব্যবসা করেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে হোসেন বাড়ির ওয়াশরুমে গোসল করছিলেন। এ সময় অন্তত ২০টি মোটরসাইকেলে ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী বাড়ি ঘেরাও করে।

তারা আশপাশে কাউকে আসতে দেয়নি। কয়েকজন বাড়ির ভিতরে ঢুকে গোসলরত হোসেনের মাথা, হাত-পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর তারা বীরদর্পে এলাকা ছেড়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। হোসেনের ভাই মিরাজুল ইসলাম মিজু ও ভাগ্নে রাহাদ জানান, মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ৫০-৬০ জন দুর্বৃত্ত বাড়ি ঘেরাও করে গোসলরত অবস্থায় তার ভাইকে ছুরিকাঘাত করে।

এর আগে তারা বাড়ি ঘেরাও করে রাখে এবং কাউকে প্রবেশ করতে দেয়নি। তবে তারা হামলাকারীদের নাম-পরিচয় বলতে পারেননি। শাজাহানপুরের কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সৈকত জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল এ হামলার জন্য সরকারি দলের সন্ত্রাসীদের দায়ী করেন। তারা হামলার প্রতিবাদে নিশিন্দরা উপশহর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password