প্রজন্মের আলো পরিবারের অন্যতম সদস্য তরুণ উদ্যোক্তা সাদেকুর রহমান বাঁধনের জন্মদিন পালিত হয়েছে।
স্বেচ্ছাসেবী যুব সংগঠন “প্রজন্মের মেলা” র উদ্যোগে সাপ্তাহিক প্রজন্মের আলো ও প্রজন্ম অ্যাসোসিয়েটস এর সহায়তায় শনিবার (১৫ অক্টোম্বর) সন্ধায় ১০৬৭/২ ডায়মন্ড হাউস, উকিলপাড়া ব্রিজ, প্রজন্মের আলো মোড় নওগাঁর চতুর্থ তলায় সাংগঠনের নিজস্ব কার্যালয়ে সাদেকুর রহমান বাঁধনের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর শরিফুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব.) প্রফেসর আব্দুল মজিদ, সমাজসেবী এসএম সামসুল আলম, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান,নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো: নাসিম আলম,বনফুল ব্রিকস এর স্বত্বাধিকারী আলহাজ্ব এটিএম আলমগীর, অবসরপ্রাপ্ত কৃষিবিধ সেন্টু আনসারী, সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এ কে সাজু ,নওগাঁ কেডি স্কুলের সিনিয়র শিক্ষক হামসত আলী,সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল বারি শুভ, প্রভাষক আবু রেজা, প্রভাষক রিপন সরদার, ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক শহিদ প্রাং,স্বপ্র্ন সারথী পাবলিক লাইব্রেরীর সম্পাদক আরাফাত রহমান হিমেল,ব্যবসায়ী নোমান, খালেক হাসান, তানভীর,তন্ময়,রিফাত প্রমুখ।
এর আগে প্রজন্ম পরিবারের পক্ষ থেকে সাদেকুর রহমান বাঁধন কে জন্মদিনের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বনফুল ব্রিকসএর স্বত্বাধিকারী আলহাজ্ব এটিএম আলমগীর, সহিদ প্রাং,লিজা সুলতান ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন