বাজারের ব্যাগে শিশুর ক্ষত-বিক্ষত দেহ

বাজারের ব্যাগে শিশুর ক্ষত-বিক্ষত দেহ
MostPlay

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের সাতদিন পর বাজারের ব্যাগভর্তি অবস্থায় শিশু ফাহিমার ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের এবটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফাহিমা আক্তার (৫) দেবীদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের ট্রাক্টরচালক মো. আমির হোসেনের মেয়ে।

৭ নভেম্বর বিকেল থেকে সে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে না পেয়ে ১১ নভেম্বর আমির হোসেন দেবীদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। স্থানীয়রা জানান, রবিবার ভোরে পথচারীরা ঘটনাস্থলে একটি বাজারের ব্যাগ থেকে শিশুর পা বের হওয়া অবস্থায় দেখে। এ সময় তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা ফাহিমাকে শনাক্ত করেন। নিহতের মা হোছনা আক্তার ও দাদা জহিরুল ইসলামের ধারনা, ফাহিমার কানে স্বর্নের দুল ছিল।

সেগুলো ছিনিয়ে নিতেই কেউ কানের লতি ছিড়ে ফেলতে পারে। ছিনতাইকারীদের চিনে ফেলার ভয়ে তাকে হত্যা করতে পারে। এদিকে, ফাহিমাকে খুঁজে পেতে কবিরাজের কাছে যায় তার পরিবার। ১০ হাজার টাকা চুক্তিতে কবিরাজ মাঈনুদ্দিন ফাহিমাকে খুঁজে দেওয়ার দায়িত্ব নেন। ফাহিমাকে জ্বিনে নিয়ে গেছে বলে দাবি করেন ওই কবিরাজ।

দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাত মর্গে পাঠানো হয়েছে। ৬/৭ দিন আগে তাকে হত্যা করে বাজারের প্লাস্টিকের ব্যাগে করে ফেলে যাওয়ায় সারা শরীর পঁচে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password