নওগাঁর মান্দায় স্বেচ্ছাশ্রমে কৃষকদের বোরো ধান কেটে দিলেন ইউ'পি চেয়ারম্যান

নওগাঁর মান্দায় স্বেচ্ছাশ্রমে কৃষকদের বোরো ধান কেটে দিলেন ইউ'পি চেয়ারম্যান
MostPlay

নওগাঁর মান্দা উপজেলায় স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষকদের বোরো ধান কেটে দিলেন ৭ নং প্রসাদপুর ইউ'পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল।

আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত স্বেচ্ছাশ্রমে প্রসাদপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের ২ নং ওয়ার্ডের নূরু পাইকের অসহায় বিধবা স্ত্রী নুরজাহান বেওয়ার ১৬ কাঠা, গাড়িক্ষেত্র মসজিদের নামে ওয়াকফকৃত দেড় বিঘা, খুদিয়াডাঙ্গা গ্রামের কৃষক খোদাবক্সের ১ বিঘা, গোবিন্দপুর গ্রামের ফিরোজ মাষ্টারের ১ বিঘাসহ অত্র ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯ জন কৃষকের প্রায় ৯ বিঘা জমির বোরোধান কেটে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এসময় মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, ইউপি সদস্য মেছের আলী, শরীফ, বাচ্চু, ইসমাইল হোসেন, বাচ্চু, নেকবর আলী, সাইফুল ইসলাম,হাবিল উদ্দিন,মোফাজ্জল হোসেন,মকবুল হোসেন, আলাউদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রুববান, জুলেখা, মর্জিনা, সকল গ্রাম পুলিশগণ এবং প্রতিটি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাশ্রমে এসব প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান কাটার কাজে অংশগ্রহণ করেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং গ্রাম পুলিশগণসহ প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক। এমন মহৎ উদ্যোগ গ্রহণ করায় ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে প্রসাদপুর ইউ'পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, মঙ্গলবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত স্বেচ্ছাশ্রমে প্রসাদপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের কৃষকদের নয় বিঘা জমির বোরোধান কেটে দেয়া হয়েছে। স্বেচ্ছাশ্রমে এসব প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান কেটে দেন তিনি, তার ইউনিয়নের সকল ইউপি সদস্য এবং গ্রাম পুলিশসহ ১৫০ জন স্বেচ্ছাসেবক। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। বৈরী আবহাওয়ায় সকলকে অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password