২৭ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানি পেসার

২৭ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানি পেসার
MostPlay

স্পোর্টস ডেস্ক : মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের বাঁহাতি পেসার উসমান শিনওয়ারি। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় নিজের অবসরের কথা জানিয়েছেন উসমান। অবসরের কারণ হিসেবে তিনি বলেছেন, ইনজুরি ঝুঁকি এড়িয়ে ক্যারিয়ার লম্বা করতে চাওয়ার পরিকল্পনার কথা।

উসমান লিখেছেন, ‘আমার ফিজিওকে ধন্যবাদ। পিঠের ইনজুরি কাটিয়ে আমি কামব্যাক করেছি এবং এখন পুরোপুরি ফিট আছি। তবে ফিজিও-চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এসব ইনজুরি এড়াতে দীর্ঘ পরিসরের ক্রিকেট ছেড়ে দিচ্ছি। যাতে ক্যারিয়ার লম্বা করতে পারি’।

পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০১৯ সালে একটিমাত্র টেস্ট খেলেছেন উসমান। এছাড়া সাদা পোশাকের ক্রিকেটে ১৭ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এ বাঁহাতি পেসার।

২০১৯ সালে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও মাত্র ২৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন। সে সময় মোহাম্মদ আমিরের অবসরের ঘোষনা পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password