নিউ জিল্যান্ড সিরিজেও খেলা হচ্ছে না তামিমের

নিউ জিল্যান্ড সিরিজেও খেলা হচ্ছে না তামিমের
MostPlay

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষ খেলেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। চোটের কারণে ছিলেন না টি-টোয়েন্টি সিরিজে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। টানা খেলার বাইরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন ওয়ানডে অধিনায়ক। এরপর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার জন্য শুরু করেছিলেন অনুশীলন তবে সেখানেই ধরা পরে নতুন ইনজুরি। ছিটকে গেলেন পাকিস্তনের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।

আঙুলের সমস্যা দেখাতে চলে গিয়েছেন ইংল্যান্ডে। সোমবার ইংল্যান্ডে অভিজ্ঞ ফিজিশিয়ানের পরামর্শ নিয়েছেন তামিম। তার অবস্থা পর্যবেক্ষণ করে সেই ফিজিশিয়ানই পরামর্শ নিয়েছেন এক মাস বিশ্রাম নেওয়ার জন্য। যার ফলে নিউজিল্যান্ড সফর থেক্কেও ভহিটকে গেছেন ওয়ানডে অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের অন্তর্ভুক্ত সিরিজ খেলতে আগামী মাসের শেষ দিকে নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। নতুন বছরের প্রথম দিন শুরু হবে প্রথম টেস্ট। পরে ৯ জানুয়ারি থেকে হবে দ্বিতীয় ম্যাচটি।

তামিমের ইনজুরি সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘ফিজিশিয়ানের সঙ্গে কথা বলেছে তামিম। কোনো সার্জারি লাগবে না। তবে এক মাস বিশ্রাম নিতে বলেছে। যে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছে না তামিম’।

মন্তব্যসমূহ (০)


Lost Password