আবারও বৃষ্টি ও পাহাড়ি ঢলে আতঙ্কে সুনামগঞ্জ বাসি

আবারও বৃষ্টি ও পাহাড়ি ঢলে আতঙ্কে সুনামগঞ্জ বাসি
MostPlay

সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি ও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মধ্যে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

আজ দুপুরে সুরমা নদীর পানি বিপদসীমার মাত্র ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বন্যার পানি ধীর গতিতে কমায় এখনও অনেকের ঘরবাড়ি থেকে পানি নামেনি। ফলে বন্যা আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে পারেনি।

বুধবার থেকে আবারও পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন নদীর তীর ও নিচু এলাকার লোকজন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানিয়েছেন, সুনামগঞ্জ ও মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের সুরমাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password