বাসের চাপায় সড়কে শিক্ষার্থীর মৃত্যু, কয়েকটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা

বাসের চাপায় সড়কে শিক্ষার্থীর মৃত্যু, কয়েকটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা
MostPlay

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসচাপায় মাঈন উদ্দিন নামের এক শিক্ষার্থী মারা গেছে। সোমরাত রাত পৌনে ১১টার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থলে জড়ো হয়ে ১২টি গাড়িতে আগুন দেয় স্থানীয়রা।

এ সময় রাস্তা বন্ধ করে দেয় তারা। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে। স্থানীয়রা জানান, নিহত মঈন স্থানীয় বাসিন্দা। তিনি রামপুরা এলাকায় বড় হয়েছে। স্থানীয় একরামুন্নেসা স্কুলে পড়ত মঈন। সেখান থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল সে।

মালিবাগের পাবনা কলোনির বাসিন্দা জীবন চৌধুরী ঘটনাস্থল থেকে বলেন, বাসের চাপায় ওই শিক্ষার্থীর দেহ একেবারে পিষে যায়। পরে উত্তেজিত জনতা গ্রিন অনাবিলের বাসটিসহ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিতে শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এরশাদ আলী বলেন, রামপুরা সড়কে বেশ কয়েকটি বাসে আগুনের খবর পেয়ে তাদের বাহিনীর কয়েকটি ইউনিট আগুন নেভাতে গেছে।

সোমবার দুপুরেও রামপুরায় রাইদা পরিবহনের ৪০টি বাস আটক করেছিল ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থীরা। এক সহপাঠীকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার প্রতিবাদে ওই বাসগুলো আটকেছিল তারা। পরে পুলিশের উপস্থিতিতে বাস মালিকদের সঙ্গে সমঝোতায় বিকালে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password