নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের অপরাধে জামাই গ্রেফতার

নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের অপরাধে জামাই গ্রেফতার
MostPlay

নওগাঁ সদরে মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে শাশুড়িকে ধর্ষণের মামলায় জামাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা।

আজ বুধবার (৫ অক্টোব) সকালে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের এ তথ্য জানানো হয়। এর আগে, বুধবার ভোররাতে ঢাকার তুরাগ থানাধীন চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম ফরহাদ হোসেন (৩৫)। তিনি নওগাঁ সদর থানার দুবলহাটি বনগাঁ গ্রামের মৃত মান্নানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ আগষ্ট ১১ বছরের নাতি মারা গেলে মেয়েকে দেখতে জামাই ফরহাদের বাড়িতে যান ভুক্তভোগী শাশুড়ি। এর কদিন পর গত ২১ সেপ্টেম্বর খাওয়ার শেষে রাত ১০টার দিকে পাশের রুমে শাশুড়ি ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে ফরহাদ চুপিসারে তার শাশুড়ির শয়নকক্ষে প্রবেশ করে স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগী বুঝতে পেরে তার মেয়েকে ডাক দেওয়ার চেষ্টা করলে ফরহাদ মুখ চেপে ধরে এবং মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে ধ-র্ষ-ণ করে। তিনি ভয়ে এবং লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি।

পরদিন বিকেল ৪টার দিকে ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ হলে বিষয়টি তার মেয়েকে জানায় এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। পরবর্তীতে তিনি বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকে আসামি ফরহাদ পলাতক ছিলেন। পরবর্তীতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঢাকার তুরাগ থানাধীন চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে পলাতক আসামি ফরহাদকে গ্রেফতার করা হয়। পরে তাকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

নওগাঁ সদর মডেল থানার (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার এক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password