বিশ্বের যা কিছু বৃহত্তম

বিশ্বের যা কিছু বৃহত্তম
MostPlay

শিক্ষাই জাতির মেরুদণ্ড। বড় মানুষ হওয়ার পথের মূল কারিগর শিক্ষা।

আজ আমরা শিখে নিবো বিশ্বের যা কিছু বৃহত্তম সেই সকল কিছু যা আমাদের জেনে রাখা সবার জন্য উচিত।

বিশ্বের যা কিছু বৃহত্তম :

১.বৃহত্তম দেশ (আয়তনে)- রাশিয়া

২.বৃহত্তম দেশ (জনসংখ্যায়)- চীন

৩.বৃহত্তম মহাদেশ- এশিয়া মহাদেশ

৪.বৃহত্তম নদী- আমাজন নদী

৫.বৃহত্তম মহাসাগর- প্রশান্ত মহাসাগর

৬.বৃহত্তম দ্বীপ- গ্রীণল্যান্ড

৭.বৃহত্তম জলপ্রপাত (আয়তনে)- নায়াগ্রা জলপ্রপাত, কানাডা

৮.বৃহত্তম গ্রহ (সৌরজগৎ)- বৃহস্পতি

৯.বৃহত্তম প্রাণী- নীলতিমি

১০.বৃহত্তম ফুটবল স্টেডিয়াম- মারকানা ফুটবল স্টেডিয়াম, ব্রাজিল

১১.বৃহত্তম মসজিদ- মসজিদ আল হারাম, সৌদিআরব

১২.বৃহত্তম গির্জা- সেন্ট পিটার্স চার্চ, রোম, ইতালি

১৩.বৃহত্তম ঘন্টা- মস্কোর জারকল ঘন্টা, মস্কো, রাশিয়া

১৪.বৃহত্তম সু্উচ্চ ভবন- বুর্জ খলিফা ভবন, দুবাই, সংযুক্ত আরব আমিরাত

১৫.বৃহত্তম বিমানবন্দর- ইস্তাম্বুল বিমান বন্দর, ইস্তাম্বুল, তুরস্ক

১৬.বৃহত্তম ক্লক টাওয়ার- মক্কা ক্লক টাওয়ার, মক্কা, সৌদিআরব

১৭.বৃহত্তম লাইব্রেরী- লাইব্রেরী অব কংগ্রেস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

১৮.বৃহত্তম রেলপথ- ট্রান্স সাইবেরীয়ান রেলপথ, রাশিয়া

১৯.বৃহত্তম জাদুঘর- ব্রিটিশ মিউজিয়াম, লন্ডন, যুক্তরাজ্য

২০.বৃহত্তম ব-দ্বীপ- বাংলাদেশ

২১.বৃহত্তম ভাস্কর্য- স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাট, আহমেদাবাদ, ভারত

২২.বৃহত্তম সংবিধানের দেশ- ভারত

২৩.বৃহত্তম (কমনওয়েলথভুক্ত দেশ)- কানাডা

মন্তব্যসমূহ (০)


Lost Password