মাঠে প্রকাশ্যে ধূমপান শেহজাদের, ব্যবস্থা নিলো বিসিবি

মাঠে প্রকাশ্যে ধূমপান শেহজাদের, ব্যবস্থা নিলো বিসিবি
MostPlay

অবাক করার মতোই এক কাণ্ড ঘটিয়েছেন বিপিএল খেলতে আসা আফগানিস্তানের ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে তাকে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হওয়ার কথা ছিল শেহজাদের দল মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

বৃষ্টির কারণে টস শুরু হতে দেরি হচ্ছিল। এরইমধ্যে হঠাৎ বৃষ্টি একটু কমে আসলে মাঠে আসেন খেলোয়াড়রা। একইসাথে বেরিয়ে আসেন শেহজাদও। বেরিয়ে তিনি কথা বলতে থাকেন তার স্বদেশী দুই আফগান ক্রিকেটার ফজল হক ফারুকি ও করিম জানাতের সঙ্গে।

কথা বলার ফাঁকেই পকেট থেকে ইলেকট্রিক সিগারেট বের করে তা ফুঁকতে থাকেন শেহজাদ। যা ধরা পড়ে ক্যামেরায়। ক্রিকেট বা যে কোনো মাঠে ধূমপান করা নিষিদ্ধ এবং এটি শিষ্টাচার বহির্ভূত। তাই শেহজাদের এমন কাণ্ডে অবাক হওয়ার পাশাপাশি ক্ষিপ্ত হয়েছে বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই এ ব্যাপারে বিসিবি তাকে সতর্ক করেছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার নামের পাশে যোগ হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।

মন্তব্যসমূহ (০)


Lost Password