সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান
MostPlay

ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আলজাজিরা জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদলের আদেশে এটি জানিয়েছেন বাদশাহ। রাজকীয় আদেশটি মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত হয়েছে। মুহাম্মদ বিন সালমান আগে থেকেই সৌদি আরবের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি সৌদি আরবের সরকারের নেতা হিসেবে তার ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি। বাদশাহ তার দ্বিতীয় পুত্র প্রিন্স খালিদকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।

সৌদি আরবের ক্ষমতা কাঠামোয় রদবদলের ডিক্রিতে নিজের আরেক পুত্র যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন সালমান বিন আবদুল আজিজ। ডিক্রিতে বলা হয়েছে, এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মুহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ তাদের পদে বহাল থাকবেন।

সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার আগে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকালের রাজকীয় ডিক্রিতে তিনি কার্যত পদোন্নতি পেয়েছেন। সৌদি আরবের প্রধানমন্ত্রীর পদটি আগে বাদশাহ নিজেই ধরে রাখতেন। রাজকীয় ফরমানে দায়িত্ব হস্তান্তরের কোনো কারণ অবশ্য উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে বাদশাহ নিজেই সভাপতিত্ব করে যাবেন।

সূত্র : আলজাজিরা

মন্তব্যসমূহ (০)


Lost Password