ভুয়া কাবিননামা তৈরি করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এসআই

ভুয়া কাবিননামা তৈরি করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এসআই
MostPlay

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে ওই আদালতের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এসআই আব্দুল জলিল এর আগে পঞ্চগড় সদর থানায় কর্মরত ছিলেন।

বর্তমানে তিনি কুড়িগ্রাম সদর থানায় উপ-পরিদর্শক হিসেব কর্মরত রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, জেলা শহরের পূর্ব জালাসী এলাকার আসমা প্রধান নামে এক নারী ২০২০ সালের ৩০ এপ্রিল জমি সংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চগড় সদর থানায় একটি ডায়েরি করেন।

সেই ডায়েরি তদন্ত করতে গিয়ে পঞ্চগড় সদর থানার এসআই আব্দুল জলিল বিধবা ওই নারীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তােলন। এরপর তিনি ভুয়া কাবিননামা তৈরি করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আসমা প্রধানের সাথে। একসময় বিয়ের কাবিননামা চাইতে গেলে বিবাহের কথা অস্বীকার করেন জলিল। বাধ্য হয়ে ভুক্তভােগী ওই নারী ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ২০০০ সালের নারী ও শিশু নিযার্তন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন। গত ২০ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রোববার (২৩ জানুয়ারি) আদালত মামলাটি আমলে নিয়ে ওই উপ-পরিদর্শকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password