সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব উপলক্ষে নওগাঁয় র‌্যালী ও আলোচনা সভা

সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব উপলক্ষে নওগাঁয় র‌্যালী ও আলোচনা সভা
MostPlay

নওগাঁয় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে রবিবার (০৭ আগস্ট) সার্কিট হাউজ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে সহকারী উপ-পরিচালক গওছোল আজমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই পরিবারের পাশাপাশি এই শিশুদের সঠিক পরিবেশে গড়ে তুলতে সমাজকর্মীদের ভূমিকার কোন বিকল্প নেই। তাই শিশু সুরক্ষায় সমাজকর্মীদের আরো বেশি গুরুত্ব প্রদানের আহ্বান জানান বক্তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password