নওগাঁয় রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

নওগাঁয় রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
MostPlay

নওগাঁ জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সাংবাদিকের উপর হামলাকারী ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) হাসপাতাল চত্বরে জেলা সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। এসময় জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্ত্র রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক রিফাত হোসাইন সবুজ, আশরাফুল ইসলাম নয়ন, জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য হাবিবুর রহমান ও অন্তর আহম্মেদ প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হাসপাতালের বহির্বিভাগে ডাক্তারদের কক্ষে রিপ্রেজেন্টেটিরা অবস্থান নিয়ে তাদের কোম্পানীর ওষুধ চিকিৎসককে দিয়ে লেখান। যা পুরোপুরি অবৈধ। সেই চিত্র ধারন করতে গিয়ে দুই সাংবাদিকের উপরহামলা করা হয়েছে। হামলাকারী রিপ্রেজেন্টেটিরা বিষয়টি নিয়ে এখনো সাংবাদিকদের হুমকি ধামকি অব্যাহত রেখেছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কলম চালিয়ে যেতে চায়। এ অবস্থা নিরসনে হামলাকারী ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা।

মানববন্ধন শেষে সাংবাদিকদের উপর হামলাকারী রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মুক্তার হোসেনকে স্বারকলিপি প্রদান করেন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password