পিইসি ও ইফতেদায়ি পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব

পিইসি ও ইফতেদায়ি পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব
MostPlay

করোনার কারণে দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেন সরকার। আর খোলে দেওয়ার সাথে সাথে শিক্ষা কাঠামোতে  আনেন নানা পরিবর্তণ। পরিবর্তণ অনুসারে অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল হওয়ায় পঞ্চম শ্রেণির পিইসি-ইফতেদায়ি পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই  পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিমন্ত্রী। 

পিইসি-ইফতেদায়ি পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর সম্মতি পেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল হওয়ায় পঞ্চম শ্রেণির পিইসি-ইফতেদায়ি পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা হিসেবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী প্রস্তাবণায় সম্মতি দিলে পরীক্ষা বাতিল করা হবে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password