নওগাঁর আত্রাইয়ে "প্রজন্মের মেলা" ক্রিকেট টুনামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। আজ শুক্রবার আত্রাইয়ে চক শিমলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রজন্মের মেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
খেলা উদ্বোধন করেন ,নওগাঁর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক শহীদ প্রামানিক । যে দুটি দল খেলায় অংশগ্রহণ করেছেন চকশিমলা ক্রিকেট একাদশ বনাম কালিকাপুর লালসবুজ ক্রিকেট একাদশ । চক শিমলা ক্রিকেট একাদশ ৬ উইকেটে জয়লাভ করেছে । ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে চক শিমলা ক্রিকেট একাদশের খেলোয়ার সুমন আলী এবং খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এস এম নজরুল ইসলাম সুইট এর সভাপতিত্বে প্রজন্মের মেলা ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান (রিজভী) প্রধান অতিথি বক্তৃতা কালে বলেন , তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম সুস্থ দেহ সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই।
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে তরুণ যুব সমাজকে তামাক ও প্রযুক্তি আসক্তি তথা সোশ্যাল মিডিয়া থেকে ফিরিয়ে খেলাধুলা ওপর গুরুত্ব আরোপ করেন । প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেন তরুণ উদ্যোক্তা সাদেকুর রহমান (বাধন) ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রজন্মের আলো । খেলা পরিচালনা করেন স্থানীয় যুবলীগ নেতা মাসুদ রানা মুক্তা সহযোগী পরিচালনায় দায়িত্ব পালন করেন সাজেদুর রহমান সহকারী শিক্ষক চক শিমলা দাখিলী মাদ্রাসা ও ইমরান হোসেন ।
প্রজন্মের মেলা ক্রিকেট টুর্নামেন্টের এর প্রধান পৃষ্ঠপোষক তরুণ উদ্যোক্তা মোঃ সাদেকুর রহমান বাঁধন বলেন , খেলাধুলার প্রতি যতো বেশী তরুনদের সম্পৃক্ত করা যাবে ততোবেশী তাদেরকে মাদকের কালো থাবা থেকে বিরত রাখা যাবে। তিনি আরো বলেন যুব সমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করতে আমাদের এমন আয়োজন চলমান থাকবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন