প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে। যারা মাটি নিয়ে কাজ করে পেশায় তারা কুমার বা পাল। দিন দিন যেভাবে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাতে তারা পেশা নিয়ে বেশ চিন্তিত।
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর পালপাড়া থাকলেও তেমন কোন কার্যক্রম আগের মতো দেখা যায়না, এমনও গ্রাম আছে যেখানে বাংলার ঐতিহ্য তারা ধরে রেখেছে। প্রতি পাড়ায় বসবাসকারী মানুষের সংখ্যা শতাধিকের উপরে। শিক্ষিত মানুষের সংখ্যা কম হলেও কর্মঠ মানুষের সংখ্যা বেশি। ওই পাড়ার বেশি ভাগই হিন্দু ধর্মালম্বী। বাড়ির ভেতর ঢুকে দেখা গেল প্রায় সব ঘর গুলোই মাটির তৈরী।
উঠান জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাদামাটির তৈরি হাঁড়ি, পাতিল, কড়াই, কলস, দইয়ের বাটিসহ ছোট-বড় নানা রকমের পাত্র।
তাদের শিল্প ও জীবনযাত্রার মান অনুন্নত। আধুনিকতার প্রবল সরাতে বাংলার প্রাচীন এই শীল্পের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে এই শিল্পের সাথে বহু বছর ধরে জড়িত মানুষগুলোও। বর্তমান সভ্যতার সাথে পেরে উঠছেনা এই মাটির কারিগররা। আগে মাটির বাসনসহ বিভিন্ন মাটির তৈরী দ্রব্যাদি ব্যবহার হলেও মেলামাইন, এ্যালুমুনিয়াম ও প্লাস্টিকের ব্যাপক ব্যবহারের ফলে এসব আজ কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তারা এই পেশা ছেড়ে এখন অন্য পেশায় নিয়োজিত হয়েছে ব্যাপক হারে।