নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃর্শে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আক্কাস আলী (৪৩) ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তিনি তিন ছেলে সন্তানের জনক।
জানা গেছে, ওই গ্রামের কৃষক আক্কাস আলী নিজ বাড়িতে পানি ওঠানোর বৈদ্যুতিক মোটরের ক্রটি দেখা দেয়। ওই মোটরের ক্রটি মেরামতের সময় ভুলক্রমে এক পর্যায়ে সে বিদ্যুতের সংম্পর্শে আসে। তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে নিজ গ্রামে তার লাশ দাফন করা হবে।
এব্যাপারে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন