নওগাঁয় প্রজন্মের উদ্যোগে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

নওগাঁয় প্রজন্মের উদ্যোগে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত
MostPlay

৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে ‘তামাক কোম্পানিগুলোর খুচরা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ হোক ’ শীর্ষক অবস্থান কর্মসূচি ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৯ অক্টোবর) সকাল ১১টায় নওগাঁর উকিলপাড়া ব্রিজ, প্রজন্মের আলো মোড়ে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে প্রজন্মের মেলা, বাংলাদেশ তামাক বিরোধী জোট,ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র এর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি ও প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভায় “প্রজন্মের মেলা’র উপদেষ্টা ও নওগাঁ তেতুলিয়া বি এম সি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান,“প্রজন্মের মেলা’নওগাঁ সদর উপজেলা কমিটির সভাপতি ও নওগাঁ আস্তান মোল্লা কলেজের সহকারি অধ্যাপক এসএম মোস্তক আহাম্মেদ, “প্রজন্মের মেলা’র উপদেষ্টা ও মানবাধিকার কমিশন নওগাঁ এর সহ-সভাপতি কৃষিবিদ সেন্টু আনসারী,জননী সংস্থার নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম,কলেজ পাড়া মহিলা সমিতির নির্বাহী পরিচালক লায়লা আজ্র্বুমান্দ বানু ,নওগাঁ ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক মো. সহিদ প্রাং,প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ও প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, আমার দেশ উন্মুক্ত স্কাউট গ্রুপের আরএসএল মো. আতিক রাজ চৌধুরী “প্রজন্মের মেলা” নওগাঁ সদর উপজেলা কমিটি প্রচার সম্পাদ মো. হাবিব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।

এসয় ব্যবসায়ী নোমান হক,ইব্রাহিম খলিলুল্লাহ, চপল বর্মন, দেলোয়ার হোসেন সাঈদী, আঁখি,হাফেজ আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর,আব্দুল্লাহ আলমাস বিন রহমান তন্ময় সহ আমার দেশ উন্মুক্ত স্কাউট গ্রুপের সদস্য ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন “প্রজন্মের মেলা’’র নওগাঁ জেলা, উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন। অবস্থান কর্মসূচি ও আলোচনার সভা মিডিয়া পার্টনার ছিলো সাপ্তাহিক প্রজন্মের আলো।

এসময় বক্তাগণ, আগামী প্রজন্মকে নেশার হাত থেকে রক্ষা করার জন্য খুচরা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ, ১৮ বছরের নিচে কারো নিকট সিগারেট বিক্রয় নিষিদ্ধ এবং বিক্রেতাও না বানানো,যত্রতত্র তামাকজাত দ্রব্য বিক্রয় না করতে পারে সেই জন্য তামাকজাত দ্রব্য বিক্রয়ের জন্য অনুমোদন বা লাইসেন্স গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে আইন উন্নয়ন ও সংশোধন জরুরী বলে মন্তব্য করেন।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশত গজের মধ্যে কোন তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা,প্যাকেট ছাড়া খোলা সিঙ্গেল বা এক শলাকা বিক্রয় বন্ধ করা, চাকুরীর ক্ষেত্রে ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থীদের ডোপ টেষ্ট করা,তামাক কোম্পানি হতে সরকারের শেয়ার প্রত্যাহার,আইন বাস্তবায়নে যথাযথ মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার জোর দাবি জানানো হয়। কর্মসূচি শেষে প্রত্যেককে ধূমপান ও মাদক বিরোধী স্টিকার ও মাস্ক প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password