নরসিংদীতে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নরসিংদীতে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
MostPlay

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), নরসিংদী জেলা শাখা প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ৩০ নভেম্বর সকাল ১১টায় নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সংক্ষিপ্ত আলোচনা শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র ্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রেলীর শুভ উদ্বোধন করেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদী ইউএমসি জুট মিলস্ লিঃ এর প্রকল্প প্রধান মোঃ মতিউর রহমান মন্ডল, নরসিংদী বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজী’র প্রিন্সিপাল ও নির্বাহী পরিচালক কে এম জিয়াউল হক মারুফ, জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌঃ মোশফিকুর রহমান খান আঙ্গুর, সাধারন সম্পাদক প্রকৌঃ মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক প্রকৌঃ মোঃ মোখলেছুর রহমান, প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস’২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌঃ রোটাঃ মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বয়ক প্রকৌঃ মোবারক হোসেন,

সদস্য সচিব প্রকৌঃ মোখলেছুর রহমান ভূঞা, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস), নপই শাখার সভাপতি প্রকৌঃ এ, আলীম, সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ শাহনেওয়াজ, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), জেলা শাখার আহ্বায়ক জনাব মাহমুদুল হাসান (সাফিন), সদস্য সচিব জনাব মোঃ আল ফাহাদ হোসেন ও উপরোল্লিখিত কমিটি সমূহের অন্যান্য নেতৃবৃন্দ। সহস্রাধিক উদযাপনকারীর অংশ গ্রহণে দৃষ্টিনন্দন রেলীটি বাদকদলের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নরসিংদী পলিটেকনিকে ফিরে শেষ হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password