আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথমদিনেই মুম্বাইয়ের প্রতিপক্ষ চেন্নাই

আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথমদিনেই মুম্বাইয়ের প্রতিপক্ষ চেন্নাই
MostPlay

আজ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের খেলাদ্বিতীয় পর্বের খেলা। করোনা সংক্রমণের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় আইইপিএল। আজ রাত ৮টা থেকে আবার শুরু হবে বন্ধ হয়ে যাওয়া দ্বিতিয় পর্বের খেলা। প্রথম খেলায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

আইপিএল ইতিহাসে দুই দলের রয়েছে দারুণ পরিসংখ্যান। চেন্নাই তিনবার আইপিএলের শিরোপা জিতেছে। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই সবচেয়ে বেশি পাঁচবার আইপিলের শিরোপা ঘরে তুলেছে। চলতি আসরে প্রথম দেখায় চেন্নাইকে ৪ উইকেটে পরাজিত করে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয় উপহার দেন মুম্বাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড। ফিরতি লেগে মুম্বাইয়ের বিপক্ষে সেই হারের বদলা নিতে চাইবে ধোনির চেন্নাই সুপার কিংস।

৭ খেলায় ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। দুই দলই চাইবে আজকের ম্যাচ জিতে প্লেঅফের দিকে নিজেদের এক পা দিয়ে রাখতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password