ভারতীয় সমর্থকদের রেষানলে মোহাম্মদ শামি

ভারতীয় সমর্থকদের রেষানলে মোহাম্মদ শামি
MostPlay

স্পোর্টস ডেস্ক : গত রাতটা ছিল ভারতের ক্রিকেটের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। পাকিস্তানের বিপক্ষে যে, এমন গো হারা হারতে হবে তা কল্পনাও করেননি ভারতের ক্রিকেটপ্রেমীরা। এর আগে বিশ্বমঞ্চে কখনই পাকিস্তানের কাছে হারেনি ভারত। নিশ্চয় এমন একটা ম্যাচ ক্রিকেটাররা ভূলে যেতে চাইবে।

আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুর্দান্ত পেস আক্রমণে নাস্তানাবুদ ভারত তুলেছিল মাত্র ১৫১ রান। দুবাই এমনিতেই পাকিস্তানের 'ঘরের মাঠ'। তাই সেখানে বাবর আজমদের আটকাতে এই রান যথেষ্ট ছিল না। তা ছাড়া যে ধরনের বোলিং আক্রমণের দরকার ছিল, ভারতের কোনো বোলারই তা করতে পারেননি। পাকিস্তান জিতেছে ১০ উইকেটে! যা রীতিমতো অবিশ্বাস্য। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন মোহাম্মদ শামি। ৩.৫ ওভারে ৪৩ রান দিয়েছেন। অর্থাৎ ওভারপ্রতি ১১ রানের বেশি। সবার চাইতে বেশি সমালোচনার শিকার হচ্ছেন পেসার মোহাম্মদ শামি। কেননা বাকি সবার চাইতে বেশি খরুচে ছিলেন শামি। শামির এই পারফরম্যান্স মানতে পারছেন না ভারতের ভক্তরা।

সামাজিকমাধ্যমে বিষবাক্যের বাণে জর্জরিত হচ্ছেন তিনি। তবে এরই মধ্যে শামিকে আলাদা করে লক্ষ্য বানিয়ে ফেলেছে কিছু কট্টর সমর্থক। ইনস্টাগ্রামে শামির অ্যাকাউন্টে গিয়ে তাকে পাকিস্তানের চর বলে গালি দিয়েছেন অনেক ভারতীয় সমর্থক। লেখার অযোগ্য গালাগালি চলেছে সেখানে। আরেকজন লিখেছেন, 'বিশ্বাসঘাতক, নিজের ক্ষমতা দেখিয়ে দিলে। আরেক সমর্থক লেখেন 'ভারতীয় দলের পাকিস্তানি ক্রিকেটার।' আর প্রকাশের অযোগ্য ভাষায়ই আক্রমণ হয়েছে বেশি। অনেকেই শামির ধর্মীয় দিকেও ইঙ্গিত করে খোঁচা মেরেছেন। এক সমর্থক যেমন বলেছেন, 'পাকিস্তানে চলে যাও। সেখানে গেলে তুমিও শান্তি পাবে, আমরাও পাব।'

অথচ পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ দেখায় এই শামিই ভারতের সেরা বোলার ছিলেন। ২০১৫ বিশ্বকাপে শামির স্পেলের কাছে ধরাশায়ী হয়েছিল পাকিস্তান। অনেকে আবার এই পেসারের পাঁশে দাড়িয়েছেন। অনেক সাংবাদিকও শামির পাশে এসে দাঁড়াতে গেছে। অনেকে আবার পুরো ভারতীয় ক্রিকেট দলের প্রশ্ন রেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য এত সমালোচনার শিকার হওয়া শামির জন্য সবাই কেন এগিয়ে আসছে না।

মন্তব্যসমূহ (০)


Lost Password