তামাক আইন সংশোধন ও কর বৃদ্ধিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সাংসদদের সুপারিশ

তামাক আইন সংশোধন ও কর বৃদ্ধিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সাংসদদের সুপারিশ
MostPlay

বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং'- শীর্ষক সংসদীয় ফোরাম দেশের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এই ফোরামের সচিবালয়ের দায়িত্ব পালন করে থাকে। ফোরামটি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নের ঘোষণাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে।

সেই ঘোষণা বাস্তবায়নে সংসদ সদস্যবৃন্দ নানান কার্যক্রম পরিচালনা করছে, যার অন্যতম একটি দেশের বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়ে সুপারিশ করা। তামাকের ক্ষয়ক্ষতি থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তারই ধারাবাহিকতায় গত বছর পার্লামেন্টারি ফোরামের উদ্যোগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট তামাক আইন সংশোধন করার দাবি জানিয়ে ১৫২ সাংসদের স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়। এছাড়াও গত বাজেটে তামাকের মূল্য কর বৃদ্ধির দাবি জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি দেন ৫২ জন সংসদ সদস্য।

সেই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের পরিচালক অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) জনাব কাজী জেবুন্নেছা বেগম ও সমন্বয়ক (অতিরিক্ত সচিব) জনাব হোসেন আলী খোন্দকারের সাথে সাক্ষাত করে কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন ফোরামের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদারের নিকট এ বিষয়ক চিঠি প্রদান করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password